প্রকাশিত: Mon, Feb 6, 2023 2:36 PM
আপডেট: Tue, Apr 29, 2025 8:12 PM

রাষ্ট্রপতি পদে রাজনীতিক না আমলা সিদ্ধান্ত হতে পারে আজ

আসাদুজ্জামান সম্রাট: দেশের ২২তম রাষ্ট্রপতি কে হবেন তা নির্ধারিত হতে পারে মঙ্গলবার অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের সংসদীয় দলের সভায়। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের সময় যতো এগোচ্ছে, এ তালিকায় আলোচিত নামের তালিকাও সংক্ষিপ্ত হয়ে আসছে। সোমবার পর্যন্ত এ তালিকায় নামের সংখ্যা দাড়িয়েছে মাত্র তিন জনে। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানের মধ্যে একজনের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা প্রবল।

আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ফলে দলীয়ভাবেও বেশ গুরুত্বেও সঙ্গে দেখা হচ্ছে বিষয়টি। আলোচনায় রয়েছে পলিটিক্যাল ও নন পলিটিক্যাল ইস্যুও। জাতীয় ও আন্তর্জাতিক যোগাযোগসহ বিভিন্ন ইস্যু সামনে এলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একক সিদ্ধান্ত নিতে চান না। এ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং আসন্ন চ্যালেঞ্জগুলো নিয়েই সংসদীয় দলের বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে।

আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মনে করছে, আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে সময় একজন বিশ্বস্ত ব্যক্তির রাষ্ট্রপতি পদে থাকা উচিত। তবে এ পর্যন্ত যার নামটি সবচে’ বেশি উচ্চারিত হয়েছে তিনি হলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। এর সঙ্গে কয়েকজন রাজনীতিকের নামও চলে আসছে। এ বিষয়ে সংসদ সদস্যদের মনোভাব কী সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

এর আগে আওয়ামী লীগের সর্বশেষ সংসদীয় দলের সভা হয়েছে গত ১২ জানুয়ারি। এক মাসের কম সময়ের মধ্যে পরপর দুটি সংসদীয় দলের সভা আহ্বান করায় এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। বৈঠকের নির্দিষ্ট কোন আলোচ্যসূচি না থাকলেও সংসদ সদস্যদের বৈঠকে সবার উপস্থিতি নিশ্চিত করার জন্য বলা হয়েছে। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সভায় সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সম্পাদনা: সালেহ বিপ্লব